মোঃ আহাদুল ইসলাম সুমন সংক্ষেপে আহাদ সুমন একজন ডিজাইনার, লেখক ও সমাজকর্মী। www.bdtarget.com নামে তার নিজের একটি ডেভেলপ করা একটি ওয়েব সাইট আছে। প্রোডাকশন অফিসার হিসেবে বর্তমানে তিনি স্কয়ার ফ্যাশন্স লিমিটেড-এ কর্মরত আছেন। তথ্য প্রযুক্তির প্রতি আগ্রহ থাকায় বাকৃবি থেকে আইসিটি বিষয়ে স্নাতকোত্তর করেছেন।