গার্মেন্টস সেক্টরে উচ্চপদে চাকুরী দেবার নামে প্রতারণা!

সতর্কতামূলক পোস্টঃ

গার্মেন্টস সেক্টরে মার্চেন্ডাইজিং জব দেবার নামে ইদানিং এক বা একাধিক প্রতারকের উপস্থিতি দেখা যাচ্ছে। ভিন্ন ভিন্ন নামে, ভিন্ন ভিন্ন নামকরা কোম্পানির (H&M, Walmart,  GAP, Inditex, Zara, Li & Fung etc.) ম্যানেজার বা হেড অব ডিভিশন হিসেবে বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করে কোনো ধরনের ইন্টারভিউ ছাড়াই শুধুমাত্র রেসুমে-সিভি পাঠিয়েই নামকরা প্রতিষ্ঠানে চাকরির আকর্ষণীয় প্রস্তাব দেয়া হচ্ছে।

প্রথমে WhatsApp এ আপনার নাম উল্লেখ করে হাই হ্যালো মেসেজ দিবে, জানতে চাইবে আপনি জবলেস কিনা বা নতুন ভালো কোনো জব খুঁজছেন কিনা। নিজেকে নামকরা কোনো হাউজের ম্যানেজার বা হেড অব মার্চেন্ডাইজিং বলে পরিচয় দিবে, আপনার রেসুমে/সিভিতে যার রেফারেন্স দেয়া আছে তার নাম উল্লেখ জানাবে যে তিনি আপনাকে রেফার করেছেন। অথবা আপনারা কাছে প্রথমে আপনার রেসুমে চাইবে এবং পরে একই কথা বলবে। এরপর আপনাকে কল করে জানাবে তার ওখানে লোক লাগবে এবং আপনাকে প্রাথমিক ভাবে সিলেক্ট করা হয়েছে। বর্তমানে বেতন যা পান তার থেকে অনেক বেশি টাকা অফার করবে। রাজি থাকলে তিনি তার বসের সঙ্গে কথা বলে আগামীকাল ফাইনালি জানাবে। চাকরির এই বিষয়টা অন্যদের না জানানোর জন্যও বলবে।

২য় ধাপে আপনার রেসুমে/সিভিতে রেফারেন্স থাকা সত্ত্বেও WhatsApp নম্বরসহ দুইজন নতুন রেফারেন্সের ডিটেইলস জানতে চাইবে, বিশেষ করে ইন্ডিয়ান বা শ্রীলঙ্কান(কারণ নতুন করে আরো টোপ পাওয়ার জন্য। আপনি যাদের নম্বর দিবেন, পরবর্তীতে ওই সকল নম্বরে ফোন করে তাদেরকেও একই কথা জানাবে যে, তার কোম্পানির জন্য লোক খুঁজছে এবং তার জানাশোনা ভালো কাউকে তিনি রেফার করবেন কিনা)।

৩য় ধাপে জানাবে আপনাকে সিলেক্ট করা হয়েছে এবং আগামীকাল অফিসে এসে অফার লেটার নিয়ে যেতে। এক পর্যায়ে হইতো তার কান্ট্রি ম্যানেজার ইন্ডিয়ান বসের নম্বর দিয়ে তার সাথে কথা বলতে বলবে। আপনি ইন্ডিয়ান বসের সাথে কথা বলবেন এবং তিনি আপনার চাকরি কনফ্রাম করে দিবে এবং আগামীকাল অফিসে এসে অফার লেটার নিয়ে আসতে বলবে।

৪র্থ ধাপে প্রথমজন জানাবে তার বস আজ বা কাল রাতে ইন্ডিয়াতে যাবে এবং উনাকে কিছু একটা গিফট করে হ্যাপি করার জন্য। এক পর্যায়ে টাকা পাঠানোর জন্য আপনাকে বিকাশ/নগত নম্বর দেবে।

৫ম ধাপে কি ঘটবে নিশ্চয়ই বুঝতে পারছেন🤗।

প্রতারকের ব্যবহারকৃত এই নম্বরগুলো এখন পর্যন্ত জানতে পেরেছি

01701419887

01301240506

01793853636

01937540672

01918270785

এ ধরনের প্রতারকদের নতুন কোনো নম্বর আপনার জানা থাকলে আপনার LinkedIn/ Facebook বা পরিচিত কলিগদের জানিয়ে সর্তক করুন।

হঠাৎ করে কেউ চাকরির অফার দিলে একটু যাচাই বাছাই  করেন, একটু মাথা খাটালেই বুঝতে পারবেন কোনটা আসল আর কোনটা প্রতারণা। ফোনে ফোনে কোথাও কোন চাকরি হয়না। গার্মেন্টস সেক্টরে মার্চেন্ডাইজিং চাকরির জন্য নূন্যতম একবার হলেও সরাসরি ইন্টারভিউ ফেস করতে হবে। ভালো যে কোনো কোম্পানিতে নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। প্রতারকের অন্যতম অস্ত্র হলো প্রলোভন দেখানো, প্রলোভনে পড়বেন না। গার্মেন্টস সেক্টরে মার্চেন্ডাইজিং চাকরির জন্য টাকার বিনিময়ে কোথাও কখনো কারো চাকরি হয়েছে বলে আমার জানা নাই। কেউ কখনো টাকা লেলদেনের কথা বললেই বুঝবেন সে চরম প্রতারক। অপরিচিত কাউকে আপনার সিনিয়রদের নম্বর শেয়ার করবেন না। আপনার পরিচিতি বিশেষ করে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান সিনিয়রদের জানিয়ে রাখুন বিষয়টি, তাদেরকে কেউ নক করলেই যাচাই-বাছাই না করে অপরিচিত কাউকে তারা যেন রেসপন্স না করেন। এই ধরনের প্রতারক থেকে নিজে সর্তক থাকুন, আপনার পরিচিত অন্যান্য কলিগদেরকেও সর্তক করুন। >>ধন্যবাদ, ভুক্তভোগী খন্দকার ফেরদাউস, ঢাকা।

Copyright © Bangladesh CAD CAM Association (BCCA) | Developed by Bd Target IT