বিসিসিএ মেসেঞ্জার গ্রুপের নির্দেশনা

  • ফেসবুক প্রোফাইলে নিজেকে চেনা যায় এমন ছবি ব্যবহার করতে হবে। অন্য কোন ব্যক্তি, প্রাণী, ফুল কিংবা ফলের ছবি ব্যবহার করা যাবে না;
  • মেসেঞ্জার গ্রুপের সেটিংস (থিম, ইমোজি, গ্রুপের নাম) পরিবর্তন করা যাবে না;
  • কোন সদস্য ভাইকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় করার লক্ষ্যে মন্তব্য করা যাবে না;
  • মিথ্যা ও বানোয়াট চাকুরী পোস্ট করা যাবে না;
  • চাকুরীর জন্য পোস্টদাতাকে ইনবক্সে বার বার বিরক্ত করা যাবে না, নিজ যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস থাকলে প্রয়োজনে উল্লেখিত মাধ্যমে যোগাযোগ করা;
  • ব্যক্তিগত মেসেজ/কুশলাদি জানার জন্য মেসেঞ্জার গ্রুপে কোন পোস্ট করা যাবে না;
  • ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোন লেখা বা লিঙ্ক শেয়ার করা যাবে না;
  • রাজনৈতিক বা প্রতিহিংসামূলক কোন লেখা বা লিঙ্ক শেয়ার করা যাবে না;
  • রাষ্ট্রবিরোধী কোন লেখা বা লিঙ্ক শেয়ার করা যাবে না;
  • পোস্টের নিচে আলাদাভাবে কোন রিএক্ট (লাভ, লাইক,ওয়াও..) করা যাবে না, একান্ত করতে হলে পোস্টের উপর ক্লিক করে ধরে রিএক্ট করা যাবে;
  • অন্য কোন গ্রুপের লিঙ্ক /পোস্ট বিসিসিএ-তে শেয়ার করা যাবে না, পক্ষান্তরে বিসিসিএ-এর কোন পোস্ট অন্য গ্রুপে শেয়ার করা যাবে না;
  • গার্মেন্টস শ্রমিক অসন্তোষ তৈরি হয় এমন কোন উস্কানীমূলক মেসেজ বা লিঙ্ক দেওয়া যাবে না;
>>আমাদের ফেসবুক গ্রুপের নাম BCCA

Bangladesh CAD CAM Association (BCCA)

স্বীকৃতি: বিসিসিএ-এর সকল সিদ্ধান্তকে বিসিসিএ-এর আইন বলিয়া মানিয়া নিতে সম্মত হইয়া সদস্য হইলাম।

Copyright © Bangladesh CAD CAM Association (BCCA) | Developed by Bd Target IT